Rive Erosion

দেশ ভাগের সময়ে দেশে ছোট বড় মিলিয়ে নদী ছিল প্রায় ১৯০০ এর মতো। পরবর্তীতে ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার সময়ে এই নদীর সংখ্যা নেমে আসে ৮০০ এর ঘরে। এমন কি ৮০ এর দশকেও বই পুস্তকে বলা হলো বাংলাদেশে ৭৫০টি নদী রয়েছে যা শূণ্য দশকে ২৫০ এর ঘরে এসে থামে। তবে দেশে বর্তমানে কতগুলো নদী রয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই। এককভাবে কোন বইয়ে, পানি উন্নয়ন বোর্ডের কোন প্রকশনায় কিংবা নদী গবেষণার কোন তথ্যে দেশে প্রকৃত নদী সংখ্যা, নাম এসব নেই। তবে ধারণা করা যায় বর্তমানে দেশে ছোট বড় মিলিয়ে ১৫০ এর বেশী নদী এখন আর অবশিষ্ট নেই। এখন প্রশ্ন হলো ৪৭ থেকে ৭১ কিংবা ৭১ থেকে ৯০ এবং বর্তমান সময় অবদি নদী যেভাবে বিলুপ্ত হয়েছে তা কি প্রাকৃতিক মানবসৃষ্ট নাকি উভয় কারণই জড়িত? কতগুলো নদী প্রাকৃতিক কারণে এবং কতগুলো মানবসৃষ্ট কারণে হারিয়ে গেছে.? কতগুলো নদী ভুল উন্নয়ন প্রকল্প কিংবা ভুল নদীশাসনের কারণের ধ্বংস হয়েছে? এসকল বিষয় নিয়ে কোন গবেষণা বাংলাদেশে নেই। যতক্ষণ পর্যন্ত নদী বিলুপ্ত হওয়া কিংবা নদীর গতিপথ বদলে যাওয়ার সুনির্দিষ্ট তথ্য আমরা হাজির করতে না পারছি ততক্ষণ পর্যন্ত নদীব্যবস্থাপনা, নদীর সাথে সংশ্লিষ্ট বন্যা ব্যবস্থাপনা এবং নদী নির্ভর জনগোষ্ঠীর জীবন জীবিকার টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমরা বেশ কিছুদিন যাবত হাওরের চারটি ও দেশের উত্তরাঞ্চলের চারটি বন্যাপ্রবণ জেলার নদী বিবর্তন, নদীর গতিপথ পরিবর্তন, নদী সংশ্লিষ্ট জনপদের ভাঙন ও নদী ভরাট এবং সর্বোপরি বন্যা ব্যবস্থাপনার কার্যকরী উপায় খোঁজার চেষ্টা করছি। তবে এই অঞ্চলের বন্যার পেছনে শুধু অভ্যন্তরীণ নয়, ট্রান্সবাউন্ডারি কিছু কারণ অনুঘটক হিসেবে কাজ করছে সেগুলোও সামনে নিয়ে আসার চেষ্টা করছি।

Written By

You may also like these