নদী গতিপথ বদলায়। নানাবিধ কারণে গতিপথ বদলায়। প্লেট টেকনিক কারণে বদলায়, ভাঙনের কারণে বদলায়, বদলায় পলি ভরাটের কারণে কিংবা অবৈধ ভাবে নদী দখলের কারণে। এই বদলানোর সাথে সাথে বদলে যায় নদী নির্ভর মানুষের জীবন জীবিকা। নদীর গতিপথ বদলানোর সাথে সাথে নদী ভিত্তিক দূর্যোগের ধরণও পাল্টে যায়। নদীকে বুঝতে হলে, নদী ভিত্তিক দূর্যোগের ধরণ ও দূর্যোগ মোকাবেলার উপায় বুঝতে হলে বুঝতে হবে সময়ের সাথে সাথে নদীর গতিপথ বদলানোর ধরণ; বুঝতে হবে নদীর গতিপথ বদলানোর কারণ। তবেই সমন্বিত নদী ব্যবস্থাপনা, নদী নির্ভর জনগোষ্ঠীর টেকসই নদী অর্থনীতি ব্যবস্থাপনা সম্ভব। তাই আমরা কাজ করছি বিগত ৩০ বছরে দেশের প্রধান নদী এবং শাখা নদী ও উপনদী সমূহের গতিপথ বদলানোর ধরণ, কারণ এবং সামনের দিনগুলোতে নদীর গতিপথ বদলানোর অভিক্ষেপ খুঁজে বের করতে। আমরা নদী ভিত্তিক দূর্যোগ এবং মানুষের জীবন জীবিকার একটি টেকসই পরিকল্পনা হাজির করতে চাই।